কালকে হোয়ি বিহা হামারে (kalke hoyi biha hamare)

কালকে হোয়ি বিহা হামারে পরশু আয়ি জুরুয়া ভাইয়া
রহ যাইবা তু হকুয়া ভকুয়া মৌজ্ করব্ হাম, মুহ্ তু তাকওয়া॥
ভেজি হেঁয় হামকা সাস্ আওর শশুরা, বঢ়িয়াঁ বঢ়িয়াঁ সুহ্‌ঘর কাপড়া।
হাসি ঠাঠোলি শালি করিহেঁ, রুঠব জব হামরা কে মানাইহেঁ।
ঘড়ি ঘড়ি শোস্‌রাল মে যাইব, মৌগী কে শোসরাল সে লাইব।
সাসু লিহে মোর বালাইয়া, সালি করিহেঁ খেল খেলাইয়া।
ঝাঁকত জব তু লোগ কে পাইব, মড়ই মে মৌগীকে ছিপাইব।
দেখ্ল‌কো তো লোগ তরস্‌বা মৌজ কর্‌ব হাম, মুহ তু তাওওয়া॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তি হয়েছিল, ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪)। তাতে এই গানটির উল্লেখ ছিল। এই সময় এই সময় নজরুলের বয়স ৩8 বৎসর ছিল ১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৪৭। পৃষ্ঠা: ৭৫৬]
     
  • রেকর্ড
    • এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তি হয়েছিল, ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪)। তাতে এই গানটির উল্লেখ ছিল।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।