কালিন্দী নদীর ধারে ডাকছে বালি-হাঁস গো (kalindi nodir dhare dakchhe bai-hansh go)

কালিন্দী নদীর ধারে ডাকছে বালি-হাঁস গো ডাকছে বালি-হাঁস।
মানিক-জোড়ের ঝুমকো প’রে হাসছে লো আকাশ॥
চল জল আনিতে চল লো জল আনিতে চল।
শালের বনে ময়না শালিক ডাকে –
বউ-ঝিরা সব কলসি নিয়ে কাঁখে,
জল আনতে চল লো ;
দেখলো পথ চেয়ে আছে পথের দুর্বো ঘাস॥
বাবলা বনের ফুল ফুটেছে ওই –
বলছে পাহাড়তলীর মেয়েরা কই –
মহুয়া বনে নিশাস ফেলে ভোরের বাতাস লো ভোরের বাতাস॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ১২ জুলাই  (শনিবার ২৮ আষাঢ় ১৩৪৮) নাট্যনিকেতন মঞ্চে  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালিন্দী নামক নাটককের উদ্বোধন হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৩২। নাটক: কালিন্দী। পৃষ্ঠা: ৬৭০ ]
  • মঞ্চ নাটক: কালিন্দী। নাট্যকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মঞ্চ: নাট্যনিকেতন। [১২ জুলাই ১০৪১ (শনিবার ২৮ আষাঢ় ১৩৪৮)। নাটককের উদ্বোধনীর দিন। সাঁওতালি মেয়েদের গান]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।