কালের শঙ্খে বাজিছে আজও তোমারই মহিমা (kaler shonkhe bajichhe ajotomari mohima)

কালের শঙ্খে বাজিছে আজও তোমারই মহিমা, ভারতবর্ষ।
প্রণতি জানায়ে বিশ্বভুবন শিখিছে আজিও তব আদর্শ॥
নিখিল মানবের প্রথমাধাত্রী
শিক্ষা-সভ্যতা-দীক্ষাদাত্রী!
আসিল যুগে যুগে দেবতা মুনি ঋষি লভিতে তোমারি চরণ স্পর্শ॥
শিল্প সঙ্গীত বেদ বিজ্ঞান সংখ্যা দর্শন পুণ্য প্রেমধ্যান
যাহা কিছু সুন্দর যাহা কিছু মহীয়ান,
বিশ্ব-সাক্ষী, মাগো সকলি তোমার দান।
জগৎ-সভা মাঝে তাহারি সন্তান আজি মলিন মুখ লাজে বিমর্ষ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৫২ খ্রিষ্টাব্দের প্রথম থেকে নজরুল পুরোপুরি নির্বাক ও স্থবির হয়ে গিয়েছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৫২ বৎসর।
        [ নজরুলের ৫২ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]
  • প্রকাশ ও গ্রন্থভুক্তি:
    • গ্রন্থ:
      • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৩০৮। পৃষ্ঠা: ৬৯৬]



     
  •  

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।