কালো পাহাড় আলো করে কে ও কে কালো শশী (kalo pahar alo kore ke o shoshi)

কালো পাহাড় আলো করে কে ও কে কালো শশী,
নিতুই এসে লো বাজায় বাঁশি কদম তলায় বসি॥
            সই লো মানা কর্ না ওকে,
            ও চায় না যেন অমন চোখে,
ওর চাউনি দেখে অলপ বয়সে হলাম দোষী॥
গুরুজনের সে ভয় করে না,
বাঁকিয়ে ভুরু ডাকে 
 সে ডাকে, আমারে সে ডাকে।
রাতের বেলায় চোরের মত চাহে বেড়ার ফাঁকে।
            আমি না চাহিলে নূপুর ছুঁড়ে
            কলসি ভেঙে পালায় দূরে,
আমি মরেছি সই প'রে তাহার বনমালার রশি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে (আশ্বিন-কার্তিক ১৩৪৬) এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানের একটি রেকর্ড প্রকাশ করেছিল।এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:  নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)]। ৬২৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯০।
  • রেকর্ড: এইএমভি [অক্টোবর ১৯৩৯ খ্রিষ্টাব্দ (আশ্বিন-কার্তিক ১৩৪৬)]। এফটি. ১৭৩৩০। শিল্পী: আঙ্গুরবালা।  [শ্রবণ নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)]। ৬ষ্ঠ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯-২১]। ১৯৩৯ খ্রিষ্টাব্দের অক্টোবর (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৫১) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের সুরানুসারে কৃত স্বরলিপি। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দু, বৈষ্ণব]
    • সুরাঙ্গ: ঝুমুরাঙ্গ
    • তাল: ঝুমুর
    • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।