কালো রূপে আমি কেন নয়ন দিলাম সই (kalo rupe ami keno noyon dilam shoi)

কালো রূপে আমি কেন নয়ন দিলাম সই।
কালো দেখে কালার রূপে আমি পাগল হই॥
কালো আমার নয়ন তারা
কালো রূপে হই যে হারা
চুল কালো মোর দেখে আমি কালোয় পাগল হই॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • নজরুল লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। নজরুল ইন্সটিটিউট, বৈশাখ ১৪০৮।  [ভণিতা নেই; কিন্তু নজরুল রচিত বলে লোকশ্রুতি আছে। ২য় গান। পৃষ্ঠা: ৫৭।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৯৬৭ ]
  • বিষয়াঙ্গ: কোন বিশেষ পালা গানের অংশ তা জানা যায় নি। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।