কি আশ্চর্য দেখলাম আমি (ki ashchorjo dekhlam ami)

কি আশ্চর্য দেখলাম আমি।
একটি নারীর দুইজন স্বামী॥
        তার দু'হাত দু'জনে ধরে,
        বৌ বলে টানাটানি করে,
সে নারী পড়েছে ফেরে, বলে, বাঁচাও জগৎ স্বামী॥

পাঠান্তর: এই পালার ১০ম দৃশ্যান্তরে পাঁচকড়ির গানটির সাথে ঈষৎ পাঠান্তর লক্ষ্য করা যায়।

কি আশ্চর্য দেখলাম আমি।
একটা নারীর দুটো স্বামী॥
দু'হাত দুইজনে ধরে,
বৌ বলে টানাটানি করে,
ঐ নারী পড়েছে ফেরে,
কি হবে মা বল তুমি॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। এক যুবতীকে, দুই যুবক বৌ বলে দাবি করছে, সে যাবে কার কাছে?। প্রথম দৃশ্য। প্রথম গান। ডাকসুরার গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৫৮।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬০৯]
  • বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'এক যুবতীকে, দুই যুবক বৌ বলে দাবি করছে, সে যাবে কার কাছে?' চাপান সং'-এর প্রথম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।