কি জানি পইড়াছে বন্ধু মনে (ki jani poraichhe bondhu mone)

কি জানি পইড়াছে বন্ধু মনে,
বুক ফেটে যায় বন্ধুর বিহনে॥
সখি গো যাইতে যমুনার জলে
দেখা হলো কদমতলে
কি কারণে চাইল না মোর পানে,
আমায় দেখে বাঁকা আঁখি ফিরাইল কেনে॥
যার সনে যার ভালোবাসা,
কদিন থাকে মনের গোঁসা
বাঁচি না ঐ প্রাণবন্ধু বিহনে,
রাস্তাঘাটে দেখা হ’লে ডাক দিলে না শোনে॥
তার সনে কইরে পিরিতি,
রইল খোঁটা গেল জাতি
জলাঞ্জলি দিলাম কুলমানে
তার জন্য কান্দি না সখি, কান্দি তার গুণে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৫৪। পৃষ্ঠা: ৯৩৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।