কিশোরী বাসন্তী ডাকিছে তোমায় ফুলবন (kishori bashonti dakichhe tomay fulobon)

পুরুষ   :  কিশোরী বাসন্তী ডাকিছে তোমায় ফুলবন।
স্ত্রী      :  ডাকে হে শ্যাম, তোমায় তাল ও তমাল বন শন্ শন্॥
পুরুষ   :              তুমি ফুলের বারতা
স্ত্রী      :              তুমি বন-দেবতা,
উভয়ে  :  আমরা আভাস ফাল্গুনের, দূর স্বর্গের পরশন॥
পুরুষ   :  কল্প-লোকের তুমি রূপ-রানী গো প্রিয়া,
            অপাঙ্গে ফোটাও যুঁই-চম্পা-টগর-মোতিয়া।
স্ত্রী      :  নিঠুর পরশ তব (হায়) যাচিয়া জাগে বনভূমি
            ফুলদল পড়ে ঝরি' তব চারু পদ চুমি',
উভয়ে  :  আমরা ফুলশর-ঊবর্শী দেব-সভার মোরা হরষণ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৩৫৯। পৃষ্ঠা: ৪১১]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।