কিস্ গাবরুকো সাইয়া বানাউঁঙ্গি (kis gabruko saiyaan banaungi)

কিস্ গাবরুকো সাইয়া বানাউঁঙ্গি,
আপনে দিল্ কি লাগি কো বুঝউঙ্গি।
আই জোওয়ানী হুয়ি দিওয়ানী
উভরে যৌবন সে ভয়ি মস্তানী।
বান নয়নো কে দিল্ পর চালাউঙ্গি॥
দিল কো লুভাকে ছনবল্ দেখাকে
ঘুঁঘট হটাকে মুখড়া দেখাকে,
আজ অবরুকে খঞ্জর চালাউঙ্গি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৪৮। পৃষ্ঠা: ৭৫৬]

 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।