কী হবে জানিয়া কে তুমি বঁধু (ki hobe janiya ke tumi bondhu)

কী হবে জানিয়া কে তুমি বঁধু, কি তব পরিচয়?
আমি জানি তুমি মোর প্রিয়তম, সুন্দর প্রেমময়॥
        জগৎ তোমার পায়ে প'ড়ে আছে
        তুমি এসে কাঁদ' এ দাসীর কাছে,
        হে বিজয়ী! আমার বিজয়ী!
আমি শুধু জানি, তুমি হার মানি' আমারে করেছ জয়॥
কত যে বিপুল মহিমা তোমার জানতে দিয়ো না প্রিয়,
জনমে জনমে প্রিয়া ব'লে মোরে বক্ষে টানিয়া নিয়ো।
        প্রভাত-সূর্য ভাবি নারায়ণ
        বিশ্ব-প্রণাম করে গো যখন,
একমুঠো কমলিনী হেসে বলে,'আমি চিনি
ও-যে মোর প্রিয়, ও-তোর নারায়ণ নয়'॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ব্রহ্মমোহন ঠাকুরের রচিত নজরুল সঙ্গীত নির্দেশিকা গ্রন্থে উল্লেখ আছে- 'বেতার" গীতিচিত্র-সে কি তুমি (সূত্র: শৈল দেবীর খাতা)।' [পৃষ্ঠা: ১৯৪]। কিন্তু বেতার কবে প্রচারিত হয়েছিল, সে সম্পর্কে কোনো তথ্য নেই।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৩৬০। ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।