কুড়িয়ে কুসুম ছড়িয়ে ফেল অভিমানে (kuriye kushum chhoriye felo ovimane)

কুড়িয়ে কুসুম ছড়িয়ে ফেল অভিমানে।
কিসের তরে, কে জানে তা কে জানে॥
অন্যমনে অঙ্গুলিতে
জড়াও বেণীর জরীন ফিতে,
ঝরলে পাতা চাও চকিতে পথের পানে॥
ছড়ানো ফুল কুড়িয়ে আবার মালা গাঁথি,
কাঁদ ব’সে তরুতলে আঁচল পাতি’।
ঘরে ফেরার পথে যেতে
চ’মকে দাঁড়াও ধানের ক্ষেতে,
পথিক বঁধু কাঁটার রূপে আঁচল টানে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ;১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২৫৪১। পৃষ্ঠা ৭৮২]
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ৮২। পৃষ্ঠা ১০৯]
  • রেকর্ড: এইচএমভির সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, ১ আশ্বিন ১৩৪২

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।