কুল্ মখ্‌লুক গাহে হজরত বালাগাল উলা বেকামালিহি (kul makhluk gahe hazrat balagal ula bekamalihi)

কুল্ মখ্‌লুক গাহে হজরত বালাগাল উলা বেকামালিহি।
আঁধার ধরায় এলে আফতাব কাশাফাদ্দুজা বেজামালিহি

            রৌশনিতে আজো ধরা মশ্‌গুল
            তাই তো ওফাতে করি না কবুল,
হাসনাতে আজো উজালা জাহান সাল্লু, আলায়হি ওয়া আলিহি॥
            নাস্তিরে করি' নিতি নাজেহাল্
            জাগে তৌহিদ দ্বীন্‌-ই-কামাল,
খুশ্‌বুতে খুশি দুনিয়া বেহেশ্‌ত্ সাল্লু আলায়হি ওয়া আলিহি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৩৩৭ গান। পৃষ্ঠা: ৪০৫।
  • পত্রিকা: মাহে নও [কার্তিক ১৩৬৯ (অক্টোবর-নভেম্বর ১৯৬২) ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।