কুলের আচার নাচার হয়ে আছিস কেন শিকায় ঝুলে (kuler achar nachar hoye achhish keno shikay jhule)

কুলের আচার নাচার হয়ে আছিস্ কেন শিকায় ঝুলে
কাচের জারে বেচারা তুই মরিস্ কেন ফেঁপে ফু'লে॥
কাঁচা তেঁতুল পেয়ারা আম
ডাঁশা জামরুল আর গোলাপ-জাম 

যেমনি তোরে দেখিলাম অমনি সব গেলাম ভুলে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ বঙ্গাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৩৯) মাসে,  এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর  ৮ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৩ (মাঘ-ফাল্গুন ১৩৩৯)। জিটি ২৫। শিল্পী: আশ্চর্যময়ী। শিশু মঙ্গল সমিতি। নার্সারী। পুতুলের বিয়ে নাটকের গান।  [শ্রবন নমুনা]
  • গ্রন্থ:
    • পুতুলের বিয়ে
      • প্রথম সংস্করণ [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)]। বেগমের গান।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। পুতুলের বিয়ে।  বেগমের গান। পৃষ্ঠা: ৩৫৩]
  • সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
    • সুরকার: কাজী নজরুল ইসলাম
    • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। অষ্টম গান]  [নমুনা]
    • পর্যায়:
      • বিষয়াঙ্গ: নাট্যগীতি
      • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।