কৃষ্ণ কানাইয়া আয়ো মনমে (krishna kanaiya ayo man me)

কৃষ্ণ কানাইয়া আয়ো মনমে মোহন মুরলী বাজাও।
কান্তি অনুপম নীল পদ্মসম সুন্দর রূপ দিখাও॥
শুনাও সুমধুর নূপুর গুঞ্জন
‘রাধা, রাধা’ ক্যরি ফির ফির বন্বন্,
প্রেম-কঞ্জমে ফুলসেজ্ পর্ মোহন রাস্ রচাও॥
রাধা নাম লিখে অঙ্গ-অঙ্গমে,
বৃ্ন্দাবন মে ফিরো গোপী-সঙ্গমে,
পহরো গলে বনফুল কি মালা প্রেমকা গতী শুনাও॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২৪৪৯। পৃষ্ঠা ৭৫৭]
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৭ (আশ্বিন-কার্তিক ১৩৪৪)। এন ৯৯৬৪। শিল্পী: গিরীন চক্রবর্তী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।