কৃষ্ণকে, কালো ব'লো না, কৃষ্ণ আমার নয় গো কালো (krishnoke, kalo bolo na, krishno amar noy go kalo)

কৃষ্ণকে, কালো ব'লো না, কৃষ্ণ আমার নয় গো কালো।
কৃষ্ণ আমার নয়ন-মণি, কৃষ্ণ নামে জ্বলে আলো॥
        কালা যখন বাজায় বাঁশি,
        তখন গাগরি ভরণে আসি,
(বাধা পেলে) উনান শালে কাঁদি বসি, কোথা আমার শ্যাম উজলো॥
        কাক কালো, কোকিল কালো,
        তাহার অধীন তমাল কালো,
কাক-স্বরে জাগে মানুষ, কোকিল-স্বরে মন মাতাল॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। লেটো গান। রাধা-কৃষ্ণ বিষয়ক গান। ৯ম গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯৮।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৯৬]
  • বিষয়াঙ্গ: রাধা-কৃষ্ণ বিষয়ক গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।