কে এলি মা টুকটুকে লাল রক্ত-চেলি প'রে (ke eli ma tuktuke lal rokto-cheli pore)

কে এলি মা টুকটুকে লাল রক্ত-চেলি প'রে।
সারা গায়ে আবির মেখে ভুবন আলো ক'রে মা ত্রিভুবন রূপে ভ'রে॥
            পায়ে লাল জবার ফুল
            কানে ঝুমকো জবার দুল্,
লাল শাপলার মালা প'রে দুলিয়ে এলোচুল 

শুভ্র-বরণ শিবকে ফাগের রঙে রঙিন ক'রে॥
ওমা! যোগমায়া, তোর রঙে রসের ব্রজে এলো হোরি,
(তোর) নাচের তালে আনন্দ কুঙ্কুম প'ড়ে ঝরি'।
            তোর চরণ-অরুণ রাগে
            মা প্রভাত-রবি রাঙে
            মণিপুর-কমলে গায়ত্রী জাগে।
(সেই) অনুরাগের রঙিন ধারা পড়ুক বুকে ঝ'রে

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১২১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৭০।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।