আয় ওলো সই, খেলবো খেলা ফাগের ফাজিল পিচ্‌কিরিতে (ay olo soi, khelbo khela)

আয় ওলো সই, খেলবো খেলা ফাগের ফাজিল পিচ্‌কিরিতে।
আজ শ্যামে জোর করব ঘায়েল হোরির সুরে গিট্‌কিরিতে॥
            বসন-ভূষণ ফেল্‌লো খুলে’,
            দে দোল্ দে দোল্ দোদুল-দুলে,
কর্ লালে-লাল কালায় কালো আবির হাসির টিট্‌কিরিতে॥

  • রচনাকাল ও স্থান:  'গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। ১৩৩২ বঙ্গাব্দের আশ্বিন (অক্টোবর ১৯২৫) মাসে গানটি 'পূবের হাওয়া'-তে অন্তর্ভুক্ত হয়ে প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৬ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ
    • পূবের হাওয়া
      • প্রথম সংস্করণ  [আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ (অক্টোবর ১৯২৫)। শিরোনাম ' হোলি']
      • নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১। পূবের হাওয়া। শিরোনাম ' হোলি''। পৃষ্ঠা ১০১]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।