গোধূলির রঙ ছড়ালে কে গো আমার সাঁঝগগনে (godhulir rong chhorale ke go amar shanjh gogone)

গোধূলির রঙ ছড়ালে কে গো আমার সাঁঝগগনে।
মিলনের বাজে বাঁশি আজি বিদায়ের লগনে॥
এতদিন কেঁদে কেঁদে ডেকেছি নিঠুর মরণে
আজি যে কাঁদি বঁধু বাঁচিতে হায় তোমার সনে॥
আজি এ ঝরা ফুলের অঞ্জলি কি নিতে এলে,
সহসা পূরবী সুর বেজে উঠিল ইমনে।
হইল ধন্য প্রিয় মরণ-তীর্থ মম
সুন্দর মৃত্যু এলে বরের বেশে শেষ জীবনে,
                এলে কে মোর সাঁঝ গগনে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪০) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল।
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। মাঢ়-খাম্বাজ মিশ্র- দাদরা]।
      • নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১ । গীতি-শতদল। গান সংখ্যা ২০। মাঢ়-খাম্বাজ মিশ্র- দাদরা। পৃষ্ঠা ২৯৫-২৯৬]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৬৪।    রাগ: মাঢ়-খাম্বাজ মিশ্র, তাল: দাদ্‌রা। পৃষ্ঠা: ৩৮৪]
  • রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)]। পি ১১৭৭৭। শিল্পী: আঙ্গুরবালা।
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।