কে গো তুমি গন্ধ-কুসুম (ke go tumi gondho-kushum)

কে গো তুমি গন্ধ-কুসুম।
        গান গেয়ে কি ভেঙেছে ঘুম।
তোমার ব্যথার নিশীথ নিঝুম
        হেরে কি মোর গানের স্বপন্॥
সুরের গোপন বাসর-ঘরে
        গানের মালা বদল করে
সকল আঁখির অগোচরে
        না দেখাতে মোদের মিলন॥

  • ক. রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৩৭৭ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (জুলাই-আগষ্ট ১৯৭০) সন্ধ্যামালতী প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য ১৯৫২ খ্রিষ্টাব্দের প্রথম থেকে নজরুল পুরোপুরি নির্বাক ও স্থবির হয়ে গিয়েছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৫২ বৎসর।
        [ নজরুলের ৫২ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]
     
  • . প্রকাশ ও গ্রন্থভুক্তি:

    • গ্রন্থ:
      • সন্ধ্যামালতী
        • প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
        • নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ৪১। পৃষ্ঠা: ১৪৬]

২. রেকর্ড সূত্র :  
৩. রচনাকাল :
৪. প্রাসঙ্গিক পাঠ : 

 ৫. সুরকার:

. স্বরলিপিকার :

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।