কে জানে পুরুষের হিয়া হয় এত কঠিন (ke jane purusher hiya hoy eto kothin)

কে জানে পুরুষের হিয়া হয় এত কঠিন।
ছলে বলে কেড়ে মন কাঁদায় চিরদিন॥
          আগে জানিলে এত
          থাকতাম কাছে অবিরত,
করতাম তারে দাসের মত হতাম না অধীন॥
          আর কি হৃদ-পঞ্জরে আমার
          গাবে পাখি যৌবন আঁধার,
ঢল ঢল যৌবন আমার শেষে হল ক্ষীণ॥
          আইল মধুর বসন্ত
          তবু এলো না সে-কান্ত,
নজরুল এসলাম কয়, একান্ত হবে না বিলীন॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৫২৬। পৃষ্ঠা: ৭৭৮]

সূত্র:

  • দুখুমিয়ার লেটোগান । সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩।
  • নজরুল সঙ্গীত-সংগ্রহ। নজরুল ইন্সটিউট, ঢাকা ফেব্রুয়ারি ২০১১।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।