কে নিবি মালিকা এ মধু যামিনী (ke nibi malika e modhu jamini)

         কে নিবি মালিকা এ মধু যামিনী,
         আয় লো যুবতী কুল কামিনী॥
         আমার বেল ফুলের মালা গুণ জানে গো,
         পরবাসী বঁধুকে হরে আনে গো।
         আমার মালার মায়ায় ভালোবাসা পায়
         কেঁদে কাটায় রাতি যে অভিমানিনী॥
         আমি রূপের দেশের মায়া পরী,
(সেই)  আমার মালার গুণে কুরূপা যে সে হয় সুন্দরী।
         যে চঞ্চলে অঞ্চলে বাঁধিতে চায়,
         যার নিঠুর বঁধু সদা পালিয়ে বেড়ায়।
         আমার মালার মোহে ঘরে রহে সে
         ফোটে মলিন মুখে হাসির সৌদামিনী॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩) মাসে,  এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৫ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। নভেম্বর ১৯৩৬ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩)। এন ৯৭৯৯। শিল্পী: হরিমতী[শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্‌রিস আলী [নজরুল সঙ্গীত স্বরলিপি, চব্বিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা] তৃতীয় গান।  হরিমতী-র রেকর্ডে গাওয়া গান অবলম্বনে কৃত স্বরলিপি।[নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দ্রুত দাদরা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।