কেন আসিলে যদি যাবে চলি' (keno ashile jodi jabe choli)

 রাগ: দুর্গা (দিবা), তাল: আদ্ধা-কাওয়ালি
কেন আসিলে         যদি যাবে চলি'।
গাঁথিলে না মালা     ছিঁড়ে ফুল-কলি॥
কেন বারেবারে       আসিয়া দুয়ারে
ফিরে গেলে 'পারে   কথা নাহি বলি',
কি কথা বলিতে,     আসিয়া নিশীথে,
শুধু ব্যথা-গীতে      গেলে মোরে ছলি'॥
প্রভাতের বায়ে       কুসুম ফুটায়ে,
নিশীথে লুকায়ে      উড়ে গেল অলি॥
কবি শুধু জানে,     কোন্ অভিমানে,
চাহি যারে গানে     কেন তা'রে দলি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৫ বঙ্গাব্দের চৈত্র মাসে প্রকাশিত হয়েছিল 'বুলবুল' নামক সঙ্গীত-সংকলনের দ্বিতীয় সংস্করণ। এই সংস্করণে নতুন গান হিসেবে এই গানটি যুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৯ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ:
    • বুলবুল
      • দ্বিতীয় সংস্করণ [চৈত্র ১৩৩৫ বঙ্গাব্দ। নতুন সংযোজন ৪। (দিনের) দুর্গা-আদ্ধা কাওয়ালি]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ৪৬। (দিনের) দুর্গা-আদ্ধা কাওয়ালি। পৃষ্ঠা ১৮৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।