কেন গো যোগিনী! বিধুর অভিমানে (keno go jogini! bidhur ovimane)

কেন গো যোগিনী! বিধুর অভিমানে।
যৌবনে মগন গভীর ধ্যানে

হের গো কুসুম ঝরিয়া পায়ে,
চাহিয়া রহে ধরণীর পানে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের অক্টোবর  (আশ্বিন-কার্তিক ১৩৪৮) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৪১ (আশ্বিন-কার্তিক ১৩৪৮)। এইচএমভি। এন ২৭১৯৩। দীপালি তালুকদার

    এর জুড়ি গান: পিউ পিউ বোলে পাপিয়া [তথ্য]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • স্বরলিপিকার: আহসান মুর্শেদ
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।