কেন চাঁদিনী রাতে মেঘ আসে ছায়া ক'রে (keno chandini rate megh ashe chhaya kore)

কেন চাঁদিনী রাতে মেঘ আসে ছায়া ক'রে।
সুখের বাসরে কেন, প্রাণ ওঠে বিষাদে ভ'রে॥
কেন মিলন রাতে, সলিল আঁখি পাতে,
কেন ফাগুন প্রাতে, সহসা বারি ঝরে॥
ডাকিয়া ফুলবনে, থাকে সে আন্‌মনে,
কাঁদায় নিরজনে, কাঁদে কে কিসের তরে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৩৯) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৬-৭ মাস।
     
  • রেকর্ড: টুইন [জানুয়ারি ১৯৩৩ (পৌষ-মাঘ ১৩৩৯)। এফটি ২৩৫৮। শিল্পী: ঊষারাণী] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্‌মেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। অষ্টম গান] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: মরমী
    • সুরাঙ্গ: স্বকীয়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।