কেন তুই মরম ভাঙা বেদন সুরে, চাইলি ফটিক জল (keno tui morom vanga bedon shure, chaili fotik jol)

কেন তুই মরম ভাঙা বেদন সুরে, চাইলি ফটিক জল।
ওরে ও চাতকী মরীচিকার পানে কেন ছুটলি অবিরল।
কাল বোশেখী এই মাতনে মনের বাঁধন খোল্‌।
ওরে তরীর লাগি ধরার বুকে আজকে আমা দোল্‌।
স্বপন কথা এই আলোতে ভোল্‌ রে আজি ভোল্‌॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৫২ খ্রিষ্টাব্দের প্রথম থেকে নজরুল পুরোপুরি নির্বাক ও স্থবির হয়ে গিয়েছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৫২ বৎসর।
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০০৪। গীতি-আলেখ্য : ‘জীবন-স্রোত’। পৃষ্ঠা: ৯১৮ ]
       
  • বেতার: জীবনস্রোত [গীতি-আলেখ্য।  রচনা জগৎঘটক। কলকাতা বেতার কেন্দ্র। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ১৯৩৬। ১৪ ফাল্গুন ১৩৪২। সান্ধ্য অনুষ্ঠান: ৮.৩০-৯.১৪ মিনিট
      [সূত্র:
    • বেতার জগৎ। সপ্তম বর্ষ, ৪র্থ সংখ্যা। ১৬ ফেব্রুয়ারি. ১৯৩৬ [পৃষ্ঠা ১৭২]
    • The Inidian Listener পত্রিকার ৭ ফেব্রুয়ারি ১৯৩৬ সংখ্যা। পৃষ্ঠা ২৩২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।