কেন ফিরায়ে আঁখি আনন আঁচল ঢাকিয়া (keno firaye ankhi anon anchol dhakiya)

কেন ফিরায়ে আঁখি আনন আঁচল ঢাকিয়া।
লুটায় বরণ-ডালা
ছড়ানো কুসুম মালা,
সঘন কাঁপিছে হিয়া॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫৪২। পৃষ্ঠা: ৭৮২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।