কেন বাজাও বাঁশি কালোশশী মৃদু মধুর তানে (keno bajao banshi kalo shoshi mridu modhur tane)

কেন   বাজাও বাঁশি কালোশশী মৃদু মধুর তানে।
ঘরে   রইতে নারি জ্ব’লে মরি বাজাইও না বনে
                বাঁশি, আর বাজাইও না বনে॥
                নিঝুম রাতে বাজে বাঁশি
                পরায় গলে প্রেম-ফাঁসি,
কেহ   নাহি জানে হে শ্যাম (আমি) মরি শুধু প্রাণে॥
                রাখ রাখ ও-বাঁশরি
                ওহে কিশোর-বংশীধারী,
        মন নাহি মানে হে শ্যাম (বঁধু) বাঁশি কি গুণ জানে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৩৯) মাসে এইচএমভি থেকে গানটির রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৯ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। মার্চ ১৯৩৩ (ফাল্গুন-চৈত্র ১৩৩৯)। এন ৭০৮৪। শিল্পী: হরি বাঈজী  [শ্রবন নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্‌রিস আলী [নজরুল সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/ সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] ১২ সংখ্যক গান। [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম,বৈষ্ণব)
    • সুরাঙ্গ: স্বকীয়
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: দ্‌পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।