কেন বারে বারে আমি এসে' ফিরে যাই (keno bare bare ami eshe fire jai)

কেন বারে বারে আমি এসে' ফিরে যাই তাহারি দুয়ারে।
পাষাণ ভাঙ্গিয়া বহিবে গো কবে নির্ঝর শত ধারে॥
পাষাণে গঠিত দেবতা বলিয়া গলে না হিয়া হায়,
বৃথা বেদীতলে কুসুম শুকায় দেউল আঁধারে

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের ১৯ ডিসেম্বর (শনিবার, ৩ পৌষ ১৩৩৮) কলকাতার 'নাট্যনিকেতন' মঞ্চে  নজরুলের রচিত 'আলেয়া' নামক নাটকের উদ্বোধন হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ । নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১ নামক গ্রন্থের ১৩৩২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৭৫।
  • মঞ্চস্থ নাটক: আলেয়া। ' নাট্যনিকেতন' রঙ্গমঞ্চ। ৩রা পৌষ ১৩৩৮ (শনিবার ১৯ ডিসেম্বর ১৯৩১)। প্রথম অঙ্ক: কবির গান।
  • পত্রিকা: নাচঘর [৯ পৌষ ১৩৩৮ (শুক্রবার ২৫ ডিসেম্বর ১৯৩২)। শিরোনাম: আলেয়ার গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।