কেমন ওস্তাদ হে তুমি, দেখব আজ সভাস্থলে (kemon ostad he tumi, dekhbo aj shovasthole)

কেমন ওস্তাদ হে তুমি, দেখব আজ সভাস্থলে।
ভীত হবে, তোর ঐ দম্ভে, যে হবে কচি ছেলে॥
        ক্ষুধার্ত সিংহ এসেছে,
        মৃগদের কি রক্ষা আছে,
সাধের সামগ্রী পেয়েছে, আজিকে সে অবহেলে॥
        করো না আর ফাকুর ফুকুর,
        আজ এসেছে দড়বাবা তুর,
সাজে কি অসভ্য ধুঁদুর, সভ্য ময়ূরের দলে॥
        হংসের মাঝে বক যেমন,
        মানায় কিরে, ওরে দুর্জন,
বেহায়া নাই কেউ তুর মতন, মর্‌গা রে তুই ডুবে জলে॥
        সকাল বেলার মেঘের মতন,
        আর কত করবি রে গর্জন,
নত মাথায় পালা এখন, নজরুল এসলামে বলে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • 'নজরুল সাহিত্যের এক অনালোচিত অধ্যায়'। শেখ আজিবুল হক। নজরুল একাডেমী পত্রিকা, ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা, বসন্ত, ১৩৯৫। পৃষ্ঠা ৪২।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯৩৭]
  • বিষয়াঙ্গ: কোনো বিশেষ পালা গান বা চাপান-উতোর সং-এর অংশ কিনা জানা যায় না। ভণিতা নজরুল এসলাম।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।