কোথায় আমার সিন্ধু আছে, সেথায় মোদের নিয়ে চল (kothay amar shindhu achhe, shethay moder niye chol)

কোথায় আমার সিন্ধু আছে, সেথায় মোদের নিয়ে চল।
নিয়ে চল, নিয়ে চল, সেথায় মোদের নিয়ে চল॥
          দেখতে মোরা পাই না চোখে,
          হাত বুলায়ে দেখব তাকে,
জ্বলিতেছে হিয়া, জুড়াবে না প্রাণ, কি করিলে রাজা বল বল॥
          কাতর ছিলাম পিপাসাতে,
          চলে গেল তৃষা মৃত্যূ কথাতে,
কোথায় কলসি, সরযূর নীর, সিন্ধু মোদের কোথা গেল॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। সিন্ধু বধ। চতুর্থ দৃশ্যান্তর। (তৃতীয় গান)। অন্ধমুনির গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৮৫।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬৩৪।]
  • বিষয়াঙ্গ: রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত 'সিন্ধু বধ' পালার চাপান সং'-এর নবম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।