কোন্ অজানা জনে দিব প্রাণ মোর (kon ojana jone dibo pran mor)

কোন্ অজানা জনে দিব প্রাণ মোর।
নেবে আমার মালা সে-কোন কিশোর॥
কাহার লাগি' একেলা জাগি
কোথা সে আমার প্রেম-অনুরাগী,
কোন কাননে রয় সে বনমালী চোর॥
পরি' বধূর সাজে ভুলিয়া কুল লাজ
বৃথা আছি ব'সে কোথা হৃদয়-রাজ,
মম যৌবন-নিশি জেগে হল ভোর॥

  • চনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৩৬। 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।