কোন্ কুসুমে তোমায় আমি পূজিব নাথ বল (kon kushume tomay ami pujibo nath bol)

কোন্ কুসুমে তোমায় আমি পূজিব নাথ বল বল।
তোমার পূজার কুসুম-ডালা সাজায় নিতি বনতল॥
            কোটি তপন চন্দ্র তারা
            খোঁজে যা'রে তন্দ্রাহারা,
খুঁজি তা'রে ল'য়ে আমার, ক্ষীণ এ-নয়ন ছলছল॥
            বিশ্ব-ভুবন দেউল যাহার
            কোথায় রচি মন্দির তাঁর,
লও চরণে ব্যথায়-রাঙা আমার হৃদয়-শতদল

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। মেগাফোন রেকর্ড কোম্পানির সাথে কবির চুক্তি অনুসারে এই গানটির রেকর্ড করা হয়েছিল ১৯৩৩ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৩৯-বৈশাখ ১৩৪০) মাসে। পরে রেকর্ডটি প্রকাশিত হয় নি। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা'
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ভজন। পৃষ্ঠা: ১৮ ১৬]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা।  গান সংখ্যা ১৫। ভজন। পৃষ্ঠা ২৩৪]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২২৫। রাগ: বাগেশ্রী মিশ্র, তাল: কাহার্‌বা। পৃষ্ঠা: ৩৭৩]
       
  • রেকর্ড: মেগাফোন [এপ্রিল ১৯৩৩ (চৈত্র ১৩৩৯-বৈশাখ ১৩৪০)। শিল্পী: তকরীমউদ্দীন। রেকর্ডটি প্রকাশিত হয় নি]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।