আরে আরে সখি বার বার ছি ছি ঠারত (are are sokhi bar bar)
আরে আরে সখি বার বার ছি ছি ঠারত চঞ্চল আঁখিয়া সাঁবলিয়া।
দুরু দুরু গুরু গুরু কাঁপতে হিয়া উরু, হাথ্সে গির যায় কুঙ্কুম-থালিয়া॥
আর না হোরি খেলবো গোরি
আবির ফাগ গে পানি মে ডারি হা প্যারী,
শ্যাম কি ফাগুয়া লাল কি লগুয়া ছি ছি মোরি শরম ধরম সব হারি –
মারে ছাতিয়া মে কুঙ্কুম বে-শরম বানিয়া॥
- রচনাকাল: 'গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। ১৩৩২ বঙ্গাব্দের আশ্বিন (অক্টোবর ১৯২৫) মাসে গানটি 'পূবের হাওয়া'-তে অন্তর্ভুক্ত হয়ে প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৬ বৎসর ৪ মাস।
- গ্রন্থ