কোন্ দূরে ও-কে যায় চ'লে যায় (kon dure o ke jay chole jay)

কোন্   দূরে ও-কে যায় চ'লে যায়, সে ফিরে ফিরে চায় করুণ চোখে।
তার    স্মৃতি মেশা হায়, চেনা-অচেনায় তারে দেখেছি কোথায়
                                                   যেন সে-কোন্ লোকে॥
শুনি     স্বপ্নে তারি যেন বাঁশি মন-উদাসী
তারি    বার্তা আসে নব মধু-মাসে, পলাশ-অশোকে॥
         কৃষ্ণচূড়া তার মালা লুটায় 
 চৈত্র-শেষে বনের ধূলায়
         কান্না-বিধুর তার ভৈরবী সুর প্রভাতী তারায় অশ্রু ঘনায়,
                                                    চির-বিরহী চিনি ওকে

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা পত্রিকার মাঘ (ডিসেম্বর ১৯৩২- জানুয়ারি ১৯৩৩) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ভৈরবী মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ৪৩]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৩৮। ভৈরবী মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ২৪৭] গুল-বাগিচা। গান সংখ্যা ৩৮। ভৈরবী মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ২৪৭]
    • সুরলিপি। [১৬ আগষ্ট ১৯৩৪ (বুধবার, ৩১ শ্রাবণ ১৩৪২)]। জগৎঘটক-কৃত স্বরলিপি। প্রকাশক: নজরুল ইসলাম। ভৈরবী মিশ্র-কার্ফা। [নমুনা]
       
  • পত্রিকা:
  • রেকর্ড:
    • মেগাফোন [সেপ্টেম্বর ১৯৩৩ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪০)। শিল্পী: আভা সরকার। নম্বর জেএনজি ৭০]  [শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।