কোন্ ফুলেরি মালা দিই তোমার গলে লো প্রিয়া (kon fuleri mala die tomar gole lo priya)

পুরুষ   :  কোন্ ফুলেরি মালা দিই তোমার গলে লো প্রিয়া
            বুলবুল গাহিয়া উঠে তব ফুলেল পরশ নিয়া॥
স্ত্রী      :  হাতে দিও হেনার গুছি কেশে শিরিন ফুল।
            কর্ণে দিও টগর কুঁড়ি অপ্‌রাজিতার দুল।
            কুন্দকলির মালা দিও নাই পেলে বকুল
            ফুলের সাথে হৃদয় দিতে হয় না যেন ভুল॥
পুরুষ   :  কোন ভূষণে রানী ও রূপের করি আরতি
            হয় সোনার বরণ মলিন হেরি তোমার রূপের জ্যোতি।
স্ত্রী      :  তোমার বাহুর বাঁধন প্রিয় সেই তো গলার হার
            হাতে দিও মিলন রাখি খুলবে না যা আর।
            কানে দিও কানে কানে কথার দু’টি দুল
            নিত্য নূতন ভূষণ দিও প্রেমের কামনার॥
পুরুষ   :  কোন নামেতে ডাকি সাধ না মেটে কোনো নামে
            তব নাম-গানে সব কবি হার মানে ধরাধামে।
স্ত্রী      :  সুখের দিনে সখি ব’লো সেই তো মধুর নাম
            দুখের দিনে বন্ধু ব’লে ডেকো অবিরাম।
            নিরালাতে রানী বলো শ্রবণ অভিরাম
            বুকে চেপে প্রিয়া ব’লো সেই তো আমার নাম॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪১) মাসে এইচএমভি রেক্র্ড কোম্পানি থেকে 'বিয়ে-বাড়ি' ('প্রীতি-উপহার') নামক রেকর্ড-নাটিকা প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: বিয়ে-বাড়ি (প্রীতি-উপহার সেট রেক্র্ডের কথা গাথা। ২)। নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। পৃষ্ঠা: ৩৩৩]

  •   রেক্র্ড:
    • ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি (রবিবার ২৯ পৌষ ১৩৪১) নজরলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটির উল্লেখ ছিল।
    •  বিয়ে-বাড়ি (প্রীতি-উপহার)। রেকর্ড নাটিকা। এইচএমভি [জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৩৪১)। এন ৭৩২৬। শিল্পী: ধীরেন দাস ও মিস বীণাপাণি] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নিখিলরঞ্জন নাথ [নজরুল সঙ্গীত স্বরলিপি, তেইশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক ১৪০৯ নভেম্বর ২০০২ খ্রিষ্টাব্দ] অষ্টম গান। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয়
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।