কোন বিদেশের নাইয়া তুমি আইলা আমার গাঁও (kon bidesher naiya tumi aila amar gaon)

            তাল: কাহার্‌বা

স্ত্রী     : কোন্ বিদেশের নাইয়া তুমি আইলা আমার গাঁও
          কুল-বধূর সিনান ঘাটে বাঁধলে তোমার নাও॥
পুরুষ  : বাণিজ্যেরই লাইগ্যা কন্যা বেড়াই ভেসে স্রোতে
          (ওগো) তোমার রূপের হাট দেখলাম যাইতে এই পথে।
স্ত্রী     : বুঝি তাই বাঁশের বাঁশি, তাই দিয়ে কি হে বিদেশি
          অমূল্য এই মনের মানিক, কিনতে তুমি চাও॥
পুরুষ  : তোমায় পাবো বলে আজো শূন্য আমার তরী (রে কন্যা)
স্ত্রী     : অমন করে চাই ও না গো আমি ভয়ে মরি।
পুরুষ  : ভয়ে মরার চেয়ে কন্যা ডুবে মরা ভালো
স্ত্রী     : আমার মন ডুবেছে দেখে তোমার নয়ন কাজল কালো (রে বন্ধু)
উভয়ে : নূতন প্রেমের যাত্রী দু’জন ছোট্ট মোদের নাও
          ওরে গহীন জলের আকুল জোয়ার অকূলে ভাসাও
                                                মোদের অকূলে ভাসাও॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের মে ১৯৩৮ (বৈশাখ- জ্যৈষ্ঠ ১৩৪৫) মাসে, গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ১১ মাস।
  • রেকর্ড: এইচএমভি। মে ১৯৩৮ (বৈশাখ- জ্যৈষ্ঠ ১৩৪৫)।  এন ১৭০৭১। শিল্পী: রতন মাঝি (গিরীন চক্রবর্তী) ও ফুলকুমারী (হরিমতী)। সুর: গিরীন চক্রবর্তী  [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: আহসান মুর্শেদ।  নজরুল সঙ্গীত স্বরলিপি (ঊনবিংশ খণ্ড)। ১৩ সংখ্যক গান] [নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।