কোয়েলা কুহু কুহু ডাকে (koyela kuhu kuhu dake)

কোয়েলা কুহু কুহু ডাকে।
নব মুকুলিত আমের শাখে

        যাহার দরশ লাগি'
        একেলা কুঢীরে জাগি,
মোর সাথে পাখিও কি ডাকিছে তাহাকে॥
চাঁদিনী নিভে যায় আমার চোখে,
চাঁদে মনে পড়ে চাঁদের আলোকে।
        কুহু স্বর প্রাণে মম
        বাজিতেছে তার সম,
চাঁদিনী নিশীথ মোর বিষাদ-মেঘে ঢাকে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন মাসে (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৩৩। খাম্বাজ-ঠুমরী
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৩৩। খাম্বাজ-ত্রিতাল। পৃষ্ঠা ২১২]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৩৪৪। রাগ: খাম্বাজ। পৃষ্ঠা: ৪০৭]
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ২৩। for Manju Shaheb(HMV)। ঠুমরী। পৃষ্ঠা ৪৯।]
       
  • রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)। রেকর্ডটি প্রকাশিত হয় নি।]
     
  • বেতার। কলকাতা বেতার কেন্দ্র ক। [৬ মার্চ ১৯৪২ (শুক্রবার ২২ ফাল্গুন ১৩৪৮)। তৃতীয় অধিবেশন  রাত ৯.০০-৯.১৪ মিনিট। শিল্পী: বিমলভূষণ।
       
    সূত্র: The Indian-listener 1942, Vol VII, No 5. page 51

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।