ক্ষমা সুন্দর আল্লা (khoma shundor alla)

ক্ষমা সুন্দর আল্লা, মোদের ভয় দেখিও না আর।
দোজখের ভয়ে হতে পারিনা হে প্রিয়তম, বেড়াপার॥
কেন দুনিয়ায় পাঠাইলে
কেন গুণাহের বোঝা দিলে,
তুমি তো জানিতে দুনিয়ায় পুড়ে মরিব যে তিলে তিলে।
হেথা পদে পদে করি অপরাধ
তোমারে পাওয়ার তবু জাগে সাধ,
অপরাধ শুধু দেখ কি গো তুমি, রোদন দেখনা তার॥
হে পরম প্রিয়, তোমারে খুঁজিতে গিয়া মোরা কত ভুল পথে চলি
তুমি ভেবে খেলি সুন্দর মায়া নিয়া পরে বিষের দাহনে জ্বলি॥
তুমি জান স্বামী তব পথে কত কণ্টক, কত বাধা,
যে পথে যাই সেই পথে লাগে দুনিয়ার ধুলো-কাদা।
জন্ম-অন্ধ জানিনা কাহারে
তুমি ভেবে হাত জড়াইয়া ধরে,
দু’চোখে নূরের তুষ্ণা ল’য়ে কি পাব দোজখের নীর॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।  ১৯৪১ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৭-বৈশাখ ১৩৪৮)  মাসে. টুইন রেকর্ড কোম্পানি এই গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ:  নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)। ১৮১০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৩৭
  • রেকর্ড: টুইন [এপ্রিল ১৯৪১ খ্রিষ্টাব্দ (চৈত্র ১৩৪৭-বৈশাখ ১৩৪৮)] এফটি ১৩৫৬২। শিল্পী: দেলওয়ার হোসেন ও আশরাফ আলী
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ইসলাম, প্রার্থনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।