ক্ষীণ তনু যৌবন ভার বইতে নারি (khino tonu joubon var boite nari)

ক্ষীণ তনু যৌবন ভার বইতে নারি
ধীরে চল গোরী ধীরে ধীরে
টলে চিকন কাঁখে ভরা গাগরি ভরে তায় ঘাঘরি।
দেহ টুটে না যায় যেন নাগরি
নীল চোলি ভিজিয়া না যায় নীরে॥
কঠিন ধরা হানে বেদনা কোমল পায়ে
মুছায়ে দিব ব্যথা ব'স এ বকুল ছায়ে
'না' বলি মুচ্‌কিয়া হেসো না ফিরে ফিরে॥
দাঁড়ায়ে কত পথিক বহিতে সই ভার তব
যদি চাহ গো সখি ভার তব আমি লব
দাও আমারে ঠাঁই, তব ঐ তনুর তীরে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ বঙ্গাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪০) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭-৮ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)। নম্বর এন ৭১৮৬। শিল্পী: মিস লক্ষ্মী ]  [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ নজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্দশ খণ্ড(নজরুল ইন্সটিটিউট)। ১১ সংখ্যক গান। রেকর্ডে মিস লক্ষ্মীর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: নৃত্য-সঙ্গীত (প্রেম-লীলা)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।