খয়বর-জয়ী আলী হায়দার জাগো জাগো আরবার (khaybar-joyi ali haydar jago jago arbar)

        খয়বর-জয়ী আলী হায়দার জাগো জাগো আরবার।
         দাও দুশমন দুর্গ-বিদারী দু'ধারী জুল্‌ফিকার॥
         এসো শেরে খোদা ফিরিয়া আরবে,
         ডাকে মুসলিম 'ইয়া আলী' রবে, 

         হায়দারী হাঁকে তন্দ্রা-মগনে করো করো হুঁশিয়ার॥
         আল-বোর্জের চূড়া গুঁড়া করা গোর্জ আবার হানো,
         বেহেশ্‌তী সাকি মৃত এ জাতিরে আবে কওসার দানো।
আজি  বিশ্ব বিজয়ী জাতি যে বেহোশ
         দাও তারে নব কুয়ৎ ও জোশ;
এসো  নিরাশায় মরু-ধূলি উড়ায়ে দুল্‌দুল্-আসোয়ার॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেক্র্ড করেছিল, । এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।

  • রেকর্ড:
    • ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি [সোমবার, ১২ মাঘ ১৩৪৩] টুইন রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল।   [শ্রবণ নমুনা]
    • টুইন [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)। নম্বর এফটি ৪৭১৫।  শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ[শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামি গান]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।