খুলেছে আজ রঙের দোকান বৃন্দাবনে হোরির দিনে (khulechhe aj ronger dokan brindabone horir dine)

খুলেছে আজ রঙের দোকান বৃন্দাবনে হোরির দিনে।
প্রেম-রঙিলা ব্রজ-বালা যায় গো হেথায় আবির কিনে॥
            আজ গোকুলের রঙ মহলায়
            রামধনু ঐ রঙ পিয়ে যায়
সন্ধ্যা-সকাল রাঙতো না গো ঐ হোরির কুম্‌কুম্ বিনে॥
রঙ কিনিতে এসে সেথায় রবি শশী আকাশ ভেঙে'
এই ফাল্গুনী ফাগের রাগে অশোক শিমুল ওঠে রেঙে'।
আসে হেথায় রাধা-মাধব এই রঙেরই পথ চিনে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪), টুইন রেকর্ড কোম্পানি এই গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১০ মাস।
     
  • রেকর্ড: টুইন। এপ্রিল ১৯৩৭ (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪)। এফটি ৪৮৪৪। শিল্পী: বীণাপাণি (খেঁদি) [শ্রবণ নমুনা] 
  • ছন্দা চক্রবর্তী (শ্রবণ নমুনা)
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশনজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)। প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ। পঞ্চম গান]  [নমুনা]
     
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • পর্যায়
    • গ্রহস্বর: ন্‌।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।