খেলে নন্দের-আঙিনায় আনন্দ দুলাল (khele nonder anginay anondo dulal)

খেলে নন্দের-আঙিনায় আনন্দ দুলাল।
রাঙা চরণে মধুর সুরে বাজে নূপুর-তাল॥
            নবীন নাটুয়া বেশে
            নাচে কভু হেসে হেসে,
যাশোমতীর কোলে এসে দোলে কভু গোপাল॥
'ননী দে' বলিয়া কাঁদে কভু রোহিণী-কোলে,
জড়ায়ে ধ'রে কদম তরু তমাল-ডালে দোলে।
            দাঁড়ায়ে ত্রিভঙ্গ হ'য়ে
            বাজায়ে মুরলী ল'য়ে,
কভু সে চরায় ধেনু বনের রাখাল॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুলাই মাসে (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪) এইচএমভি গানটির প্রথম রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।
  •  রেকর্ড:
    • এইচএমভি [জুলাই ১৯৩৭ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪)। শিল্পী: নীলমণি সিংহ। সুর: কমল দাশগুপ্ত। রেকর্ডটি প্রকাশিত হয় নি।]
    • এইচএমভি [অক্টোবর ১৯৩৮ (আশ্বিন-কার্তিক ১৩৪৫)। এন ১৭২০৫। শিল্পী: রত্নমালা সেন। সুর: নজরুল ইসলাম]
  • পত্রিকা: ভারতবর্ষ। বৈশাখ ১৩৪৫ (এপ্রিল-মে ১৯৩৮)। জগৎ ঘটক-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল। [নমুনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।