খোদাকে স্মরণ কর, খোদাকে স্মরণ কর, কেঁদে কিবা ফল (khodake shoron koro, khodake shoron koro, kende kiba fol)

খোদাকে স্মরণ কর, খোদাকে স্মরণ কর, কেঁদে কিবা ফল।
চিন্তা কর রে ধৈর্য ধরে বিধির বিধান কর্মফল॥
        চারিজনের যে হতো রাজা,
        সে দিত এই একই সাজা,
বুঝতে কি পারছ না রাজা, তামার সে কি হলাহল॥
        ইতিহাসের পাতাতে পাই,
        কেউ কারে ছাড়েনি রে ভাই,
একই সাজা দিয়েছে সবাই, কেন মিছে অশ্রুজল॥
        খোদার শক্‌তি ভেবে মনে,
        নজরুল এসলামে ভনে,
ঘটনা সেই বিধি যে জানে, তার ক্ষমতা কে রোধে বল॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। 'যুবরাজ দারা শিকোহ'। ষষ্ঠ দৃশ্যান্তর দৃশ্য। প্রথম গান। ফকিরের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৮৪।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৬২]
  • বিষয়াঙ্গ: 'যুবরাজ দারা শিকোহ' পালার ষষ্ঠ গান। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।