খোদার লীলা কে বুঝিতে পারে, আহা কে বুঝিতে পারে (khodar lila ke bujhite pare, aha ke bujhite pare)

খোদার লীলা কে বুঝিতে পারে, আহা কে বুঝিতে পারে।
আজ যে আমির, কাল সে ফকির, এই ধরণীর পরে॥
        নাদিরা বানু বেগম ছিল,
        মরুর ধূলায় প্রাণ হারাল,
মরুর মাঝে কবর হলো, হায় কপালের ফেরে॥
        দারা শিকো ছিল যুবরাজ,
        পথের ভিখারি সে যে আজ,
পরে আছে সে ফকিরের সাজ, সাথিহারা হয়ে ঘোরে॥
        নজরুল এসলামে ভনে
        এ আসরে লেটোর গানে,
সকলে প্রণমি এখানে, আমি ভক্তিভরে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। 'যুবরাজ দারা শিকোহ'। পঞ্চম দৃশ্যান্তর দৃশ্য। দ্বিতীয় গান। ফকিরের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৮১।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৬১]
  • বিষয়াঙ্গ: 'যুবরাজ দারা শিকোহ' পালার পঞ্চম গান। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।