খোদার হবিব হলেন নাজেল খোদার ঘর ঐ কাবার পাশে (khodar hobib holen najel khodar ghor oi kabar pashe)

খোদার হবিব হলেন নাজেল খোদার ঘর ঐ কাবার পাশে।
ঝুঁকে' প'ড়ে আর্শ কুর্‌সি, চাঁদ সূরয তায় দেখতে আসে॥
ভেঙে পড়ে মূরত মন্দির, লা'ত মানাত, শয়তানী তখ্‌ত,
লা-ইলাহা ইল্লাল্লাহু'র উঠিছে তক্‌বীর আকাশে॥
খুশির মউজ তুফান তোরা দেখে যা মরুভূমে,
কোহ-ই-তূরের পাথরে আজ বেহেশ্‌তী ফুল ফুটে' হাসে॥
য়্যেতিম-তারণ য়্যেতিম হয়ে এলো রে এই দুনিয়ায়,
য়্যেতিম মানুষ-জাতির ব্যথা নৈলে বুঝ্‌ত না সে॥
সূর্য ওঠে, ওঠে রে চাঁদ, মনের আঁধার যায় না তায়,
হৃদ-গগন যে কর্‌ল রওশন্, সেই মোহাম্মদ ঐ রে হাসে।
আপন পুণ্যের বদ্‌লাতে যে মাগিল মুক্তি সবার,
উম্মতি উম্মতি ক'য়ে দেখ্ আঁখি তাঁর জলে ভাসে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। এইচএমভি কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের একটি চুক্তি হয়েছিল ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৯ মে (সোমবার ১৫ জ্যৈষ্ঠ, ১৩৪০) তারিখে। এই চুক্তিতে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ভৈরবী মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ১০৪-১০৫]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৮৪। ভৈরবী মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ২৭৭-২৭৮]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৪০।   রাগ: ভৈরবী মিশ্র , তাল: কাহার্‌বা পৃষ্ঠা: ৩৭৬।]
  • রেকর্ড: এইচএমভি কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের একটি চুক্তি হয়েছিল ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৯ মে (সোমবার ১৫ জ্যৈষ্ঠ ১৩৪০) তারিখে। এই চুক্তিতে গানটি ছিল।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।