গগনে কৃষ্ণ মেঘ দোলে ─ কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে (gogone krishno megh dole - kishor krishno dole brindabone)
গগনে কৃষ্ণ মেঘ দোলে ─ কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে।
থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘনশ্যাম সনে;
দোলে রাধা শ্যাম ঝুলন-দোলায় দোলে আজি শাওনে॥
পরি' ধানি রঙ ঘাগরি, মেঘ রঙ ওড়না
গাহে গান, দেয় দোল্ গোপীকা চল-চরণা,
ময়ূর নাচে পেখম খুলি' বন-ভবনে॥
গুরু গম্ভীর মেঘ-মৃদঙ্গ বাজে আঁধার অশ্রুর তলে,
হেরিছে ব্রজের রসলীলা অরুণ লুকায়ে মেঘ-কোলে।
মুঠি মুঠি বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে
দেব-কুমারীরা হেরে অদূর আকাশে,
জড়াজড়ি করি' নাচে, তরুলতা উতলা পবনে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২৯ আগষ্ট খ্রিষ্টাব্দ (মঙ্গলবার, ১২ ভাদ্র ১৩৪৬) কলকাতা বেতার থেকে প্রচারিত হয়েছিলে জগৎ ঘটকের রচিত 'ঝুলন' নামক গীতি-আলেখ্য। এই গীতি-আলেখ্যে নজরুলের রচিত এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ২ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৪৭। তাল: কাহারবা। পৃষ্ঠা: ৩৭৯]
- বেতার: 'ঝুলন' (গীতি-আলেখ্য)। রচয়িতা জগৎঘটক। কলকাতা বেতার কেন্দ্র[২৯ আগষ্ট ১৯৩৯ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার, ১২ ভাদ্র ১৩৪৬)। শিল্পী: ইলা ঘোষ]
সূত্র:
- বেতার জগৎ: ১০ম বর্ষ ১৬শ সংখ্যার [পৃষ্ঠা: ৬৩৭]
- The Indian Listener. Vol. IV No 16 Page 1183
- রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪০ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)। এন ১৭৪৮২। শিল্পী: ইলা ঘোষ ও সুনীল ঘোষ] [শ্রবণ নমুনা]
- পত্রিকা:
- সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা [শ্রাবণ ১৩৪৭ (জুলাই-আগষ্ট ১৯৪০)। ঝুলনিয়া। কথা: কাজী নজরুল ইসলাম। সুর: নিতাই ঘটক। স্বরলিপি: কুমারী বিজলী ধর। পৃষ্ঠা: ১৫১-১৫৪। স্বরলিপির শেষে পাদটীকায় উল্লেখ আছে- 'গানখানি মেয়েরা G সার্পের Scaleএ এবং পুরুষ B ফ্ল্যাট বা C Scaleএ গাহিলে সুবিধা হইবে। কুমারী ইলা ঘোষ ও শ্রীমান সুনীল ঘোষ (মন্টু) এইচ্ এম ভি রেকর্ডে গানখানি গাহিয়াছেন।'] [নমুনা]
- সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা [শ্রাবণ ১৩৪৭ (জুলাই-আগষ্ট ১৯৪০)। ঝুলনিয়া। কথা: কাজী নজরুল ইসলাম। সুর: নিতাই ঘটক। স্বরলিপি: কুমারী বিজলী ধর। পৃষ্ঠা: ১৫১-১৫৪। স্বরলিপির শেষে পাদটীকায় উল্লেখ আছে- 'গানখানি মেয়েরা G সার্পের Scaleএ এবং পুরুষ B ফ্ল্যাট বা C Scaleএ গাহিলে সুবিধা হইবে। কুমারী ইলা ঘোষ ও শ্রীমান সুনীল ঘোষ (মন্টু) এইচ্ এম ভি রেকর্ডে গানখানি গাহিয়াছেন।'] [নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- বিজলী ধর। সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা [শ্রাবণ ১৩৪৭ (জুলাই-আগষ্ট ১৯৪০)] [নমুনা]
- ড. রশিদুন্ নবী। নজরুল -সংগীত স্বরলিপি (৩৮তম খণ্ড)। নজরুল ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দে। গান সংখ্যা ৯। পৃষ্ঠা: ৫১-৫৪ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (সনাতন ধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ: কাজরী অঙ্গের ঝুলনের সুর
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা