গগনে প্রলয় মেঘের মেলা (gogone proloy megher mela)

গগনে প্রলয় মেঘের মেলা জীবন-ভেলা দোলে টলমল
নীর অপার ভব পরাবার তীর না হেরে পরান বিকল
তীর না হেরে নয়নে পরান বিকল॥
দীন দয়াল ভীত দীন জনে
মাগে শরণ তব অভয় চরণে
দুস্তর দুর্গম দুঃখ জলধি তরিতে চরণ-তরী ভরসা কেবল

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪০) মাসে, এইচএমভি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।

    উল্লেখ্য, নজরুল-গীতি অখণ্ড গ্রন্থটিতে (হরফ প্রকাশনী, জানুয়ারি ২০০৪, পৃষ্ঠা: ২৪৮) এই গানের রচয়িতা সম্বন্ধে কিছু তথ্য দেয়া হয়েছে― "কোন প্রামান্য সূত্র নেই, এজন্য গীতিকার সম্পর্কে সংশয় আছে। ২৯.৫.১৯৩৩ তারিখের চুক্তিপত্রে এর জুড়ি গান 'বিজন গোঠে কে রাখাল বাজায় বেণু' কুড়ি নম্বরে রয়েছে। কিন্তু এ গানটি নেই। রেকর্ড বুলেটিনেও 'বিজন গোঠে কে' গানটিকে নজরুল রচিত বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু এ গানটি রচয়িতা সম্পর্কে কোন উল্লেখ নেই। পাণ্ডুলিপি সম্পর্কে কোন তথ্য নেই।"

    রেকর্ড কোম্পানির রয়্যালিটি রেজিস্টার থেকেও গানটি রচয়িতা সম্পর্কে কোন হদিশ পাওয়া যায় না।

     
  • রেকর্ড: এইচএমভি। [ জুলাই ১৯৩৩ (আষাঢ়-শ্রাবণ ১৩৪০)। এন ৭১২২। শিল্পী: ধীরেন্দ্রনাথ দাস] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, একাদশ খণ্ড (নজরুল ইনস্টিটিউট জুন ১৯৯৭)] নবম গান  [নমুনা]
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।