গগনে সঘন চমকিছে দামিনী (gogone shoghono chomokichhe damini)
গগনে সঘন চমকিছে দামিনী
মেঘ-ঘন-রস রিমঝিম বরষে।
একেলা ভবনে বসি' বাতায়নে
পথ চাহে বিরহিণী কামিনী॥
পূবালি পবন বহে দাদুরি ডাকে,
অভিসারে চলে খুঁজে' কাহাকে।
বৈরাগিনী সাজে উন্মনা যামিনী॥
- ভাবসন্ধান: গানটিতে বর্ষার প্রেক্ষাপটে বিরহিণীর সঙ্গ-কামনার বিষয়টি উঠে এলেও- নায়িকার মনোভাবের চেয়ে বর্ষার বর্ণনা নিপুণভাবে উঠে এসেছে। এই গানের বিরহিণী বর্ষার মেঘ, বজ্র, দাদুরি (ব্যাঙ) ইত্যাদির মতই একটি উপকরণ মাত্র। আবার বিরহিণী এবং দাদুরির যুগপৎ সঙ্গকামনার মধ্য দিয়ে উঠে এসেছে এই গানের শৃঙ্গার রস।
বর্ষার মেঘাবৃত আকাশের বিদ্যুৎ-চমকের সাথে বর্ষণের রিমঝিম শব্দে প্রকৃতি আচ্ছন্ন। বর্ষার এমন রোমান্টিক পরিবেশের মধ্যে বিরহিণী তার ঘরের জানালার পাশে বসে আছে তার প্রিয়তমের আশায়। সে সে শুধু একা নয়, পূবালি বাতাসের ছোঁয়ায় প্রিয়-সঙ্গের কামনায় দাদুরি অবিরাম ডেকে চলে। এই ডাকের মধ্য দিয়ে অভিসারিকা হয়ে সে যেন তার প্রিয়তমকে খুঁজে ফেরে। সঙ্গীহীন হয়ে উন্মনা রাত্রিও যেন বৈরাগিনী হয়ে ঘনবর্ষায় সঙ্গলাভের প্রতীক্ষায় প্রহর গোণে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৯) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১২৫৮। পৃষ্ঠা ৩৮৩]
- রেকর্ড: এইচএমভি। আগষ্ট ১৯৪২ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৯)। এন ২৭৩০১। শিল্পী: সত্যেন ঘোষাল। রাগ: মেঘ। তাল: ত্রিতাল] [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- আহসান মুর্শেদ[নজরুল-সঙ্গীত স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)। ২০ সংখ্যক গান। রেকর্ডে সত্যেন ঘোষাল-এর গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠা: ৬৮-৭২।][নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি। জাগতিক। ঋতু, বর্ষা, শৃঙ্গার, বিরহ
- সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
খেয়াল ভাঙা গান
মূল গানগগন গরজত চমকত দামিনী
চলত পবন সব নননন-ননরস
বুঁদনিয়ামে মনবা লরঝে
পিয়া বিন কছু না সোহাবে॥
উমন্ড ঘুমন্ড ঘের আয়ে বদরবা
ঘোর ঘোর অতি গরজন পাবে
ঝিঙ্গরবা বোলত ঝুম
নননন ননরসে॥
- রাগ: মেঘ মল্লার
- তাল: ত্রিতাল
- গ্রহস্বর: রা