গত রজনীর কথা পড়ে মনে রজনীগন্ধার মদির গন্ধে (goto rojonir kotha mone pore)

গত রজনীর কথা পড়ে মনে রজনীগন্ধার মদির গন্ধে।
এই সে ফুলেরই মোহন-মালিকা জড়ায়ে ছিল সে কবরী-বন্ধে॥
বাহুর বল্লরি জড়ায়ে তার গলে
আধেক আঁচলে বসেছি তরুতলে,
                    দুলেছে হৃদয় ব্যাকুল ছন্দে॥
মুখরা 'বউ কথা কও' ডেকেছে বকুল-ডালে,
লাজে ফুটেছে লালী গোলাপ-কুঁড়ির গালে।
কপোলের কলঙ্ক মোর মেটেনি আজো যে সই
জাগিছে তা'রি স্মৃতি চাঁদের কপোলে ঐ,
                    কাঁদিছে নন্দন আজি নিরানন্দে॥

১. হাসিছে নন্দন আমি পরমানন্দে॥

  • পাঠভেদ: ছায়াবীথি পত্রিকা (পৌষ ১৩৪১) প্রকাশিত গানটির অন্তরাতে ছিল-
        বাহুর বল্লরী জড়ায়ে তার গলে
        বসেছে তরুতলে আধেক আঁচলে
                 দুলায়ে হৃদয় ব্যাকুল ছন্দে॥

     
  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল ১৯৩৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে (পৌষ-মাঘ ১৩৪০)। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল। প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। পিলু-মিশ্র-দাদরা]।
    • নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১ । গীতি-শতদল। গান সংখ্যা ১০।  পিলু-মিশ্র-দাদরা। পৃষ্ঠা ২৯০]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৫০।  রাগ: পিলু-মিশ্র, তাল: দাদরা। পৃষ্ঠা: ৩৮০]
  • পত্রিকা: ছায়াবীথির। পৌষ ১৩৪১ (ডিসেম্বর ১৯৩৪-জানুয়ারি ১৯৩৫)
  • রেকর্ড:  টুইন [জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)। এফটি ২৯৯৮। শিল্পী: মিস্ সত্যবতী (পটল)।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।