গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে (gobhir nishithe ghum venge jay, ke jeno amare dake)

  গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে -
            সে কি তুমি, সে কি তুমি?
কার স্মৃতি বুকে পাষাণের মত ভার হয়ে যেন থাকে -
            সে কি তুমি, সে কি তুমি??
কাহার ক্ষুধিত প্রেম যেন, হায়, ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায়;
কার সকরুণ আঁখি দু'টি যেন রাতের তারার মত
মুখ পানে চেয়ে থাকে — সে কি তুমি, সে কি তুমি?
নিশির বাতাসে কাহার হুতাশ দীরঘ নিশাস সম
ঝড় তোলে এসে অন্তরে মোর, ওগো দুরন্ত মম!
            সে কি তুমি, সে কি তুমি?
মহাসাগরের ঢেউ-এর মতন, বুকে এসে বাজে কাহার রোদন,
'পিয়া পিয়া' নাম জপে অবিরাম বনের পাপিয়া পাখি
আমার চম্পা-শাখে - সে কি তুমি, সে কি তুমি?

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সওগাত পত্রিকার মাঘ ১৩৪৭ (জানুয়ারি- ফেব্রুয়ারি ১৯৪১) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর
    ৮ মাস।
     
  • পত্রিকা: সওগাত। মাঘ ১৩৪৭ (জানুয়ারি- ফেব্রুয়ারি ১৯৪১)।
  • গ্রন্থ:
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দের (রবিবার ২৫ মে, ১৯৫২)।  গান সংখ্যা ১৪]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ১৩ । পৃষ্ঠা ২৫৯]
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৬৬০। তাল: দাদরা। পৃষ্ঠা ২০০-২০১]
  • রেকর্ড:
  • বেতার: গীতিচিত্র  'সে কি তুমি'। প্রচারের তারিখ জানা যায় নি। শিল্পী:  শৈল দেবী। সুর: নজরুল ইসলাম। ব্রহ্মমোহন ঠাকুর -রচিত নজরুল সঙ্গীত নির্দেশিকা, ৮৮১ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯) পৃষ্ঠা: ২৩৬।) এই বিষয়ে সূত্র হিসেবে উল্লেখ করেছেন 'শৈলদেবীর খাতা]
     
  • সুরকার:
    • কাজী নজরুল ইসলাম। [বেতার: গীতিচিত্র − 'সে কি তুমি']।
    • কমল দাশগুপ্ত (সুরকার শিল্পী)। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঁয়ত্রিশতম খণ্ড, ৭ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, একুশে বইমেলা ২০১৩)। পৃষ্ঠা: ৪২-৪৫]।
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।